chanel Eyamin Tv
মাক্স বিতরণ-ও-রাস্তা সংস্কারে আব্দুল:মালেক মন্ডল-একধাপ-এগিয়ে
- আপডেট সময়, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
- ৮৬ বার দেখা হয়েছে
কোভিট-১৯,করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান সরকারের পাশাপাশি নিজ তহবিল থেকে মহামারীর কান্তি লগ্নে মাস্ক বিতরণের কাজ এক ধাঁপ এগিয়ে মালেক মন্ডল। তিনি ৪নং দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের স্হায়ী বাসিন্দা।
দিনাজপুর ৬ আসেনর জাতীয় সংসদ সদস্য জনাব শিবলী সাদিক এমপির দিক নির্দেশনায় ইউনিয়ন বাসির উন্নয়ন কর্ণধার হয়ে কাজ আরম্ভ করছেন গত ২বৎসর যাবৎ। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে ৯টি ওয়ার্ডে উক্ত ভাইরাসে আক্রান্ত ব্যক্তিগনের সংবাদ পাওয়া মাত্র তাদের বাড়িতে যেয়ে সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এমন কি দূস্হ্য অসহায়-
ব্যক্তিগনকে আর্থিক সহযোগিতা দিয়ে দিনাজপুর এবং রংপুর মেডিকেল কলেজ পর্যন্ত প্রেরণ করার সংবাদ ও জানা যায়। জনগণের দুঃসময়ে তিনি নিজ উদ্যোগে নিজ তহবিল থেকে তাদের মধ্যে খাবারের বিশেষ প্যাকেজ প্রোগ্রাম শুরু থেকে এ পর্যন্ত অব্যাহত রেখেছেন মর্মে জানা যায়।
উল্লেখ্য উপজেলার অর্ন্তরালে বসবাসরত জনসাধারণ না খেয়ে আছে খাবার সামগ্রী নেই সংবাদ পাওয়া মাত্র সেখানে জনদরদি নেতা আঃ মালেক মন্ডল খাদ্য পৌঁছে দিয়েছেন।
এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাউন্স ঘোষণাও করেছেন মর্মে জানা যায়। ইউনিয়ন ভূক্ত গ্রাম পাড়া মহল্লা হাট বাজার রাস্তা ঘাটে জনসচেতনতার পাশাপাশি তাদের মাঝে মাস্ক বিতরণ করেন যাহা বর্তমান অব্যাহত রয়েছে বলে জানা যায়। অএ ইউনিয়নে তার উন্নয়ন কাজের চিএ ৯টি ওয়ার্ডের প্রতিটি স্হানে নজির হয়ে আছে।
ইউনিয়নের মধ্যে অকেজো কাঁচা রাস্তা গুলো রাবিশ,খোঁয়া,ইট,বালি,দিয়ে মানুষের চলাচলের উপযোগি করার কাজটি অব্যাহত রেখেছেন বলেও জানা যায়।
তিনি ইউনিয়ন বাসির নিকট একজন ভালো প্রতিনিধি হয়ে থাকতে চান যেন সকলে তার জন্য দোয়া করেন সারা জিবন যেন সকলের খেদমত করিতে পারেন এই তার প্রার্থনা।
ছোট বড় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন