Chanel Eyamin Tv
কমেডিয়ান থেকে এবার নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন চিকন আলী…
Chanel Eyamin Tv
বিনোদন
Chanel Eyamin Tv
Chanel Eyamin Tv
chanel Eyamin Tv
chanel Eyamin Tv
কোভিট-১৯,করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান সরকারের পাশাপাশি নিজ তহবিল থেকে মহামারীর কান্তি লগ্নে মাস্ক বিতরণের কাজ এক ধাঁপ এগিয়ে মালেক মন্ডল। তিনি ৪নং দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের স্হায়ী বাসিন্দা।
দিনাজপুর ৬ আসেনর জাতীয় সংসদ সদস্য জনাব শিবলী সাদিক এমপির দিক নির্দেশনায় ইউনিয়ন বাসির উন্নয়ন কর্ণধার হয়ে কাজ আরম্ভ করছেন গত ২বৎসর যাবৎ। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে ৯টি ওয়ার্ডে উক্ত ভাইরাসে আক্রান্ত ব্যক্তিগনের সংবাদ পাওয়া মাত্র তাদের বাড়িতে যেয়ে সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এমন কি দূস্হ্য অসহায়-
ব্যক্তিগনকে আর্থিক সহযোগিতা দিয়ে দিনাজপুর এবং রংপুর মেডিকেল কলেজ পর্যন্ত প্রেরণ করার সংবাদ ও জানা যায়। জনগণের দুঃসময়ে তিনি নিজ উদ্যোগে নিজ তহবিল থেকে তাদের মধ্যে খাবারের বিশেষ প্যাকেজ প্রোগ্রাম শুরু থেকে এ পর্যন্ত অব্যাহত রেখেছেন মর্মে জানা যায়।
উল্লেখ্য উপজেলার অর্ন্তরালে বসবাসরত জনসাধারণ না খেয়ে আছে খাবার সামগ্রী নেই সংবাদ পাওয়া মাত্র সেখানে জনদরদি নেতা আঃ মালেক মন্ডল খাদ্য পৌঁছে দিয়েছেন।
এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাউন্স ঘোষণাও করেছেন মর্মে জানা যায়। ইউনিয়ন ভূক্ত গ্রাম পাড়া মহল্লা হাট বাজার রাস্তা ঘাটে জনসচেতনতার পাশাপাশি তাদের মাঝে মাস্ক বিতরণ করেন যাহা বর্তমান অব্যাহত রয়েছে বলে জানা যায়। অএ ইউনিয়নে তার উন্নয়ন কাজের চিএ ৯টি ওয়ার্ডের প্রতিটি স্হানে নজির হয়ে আছে।
ইউনিয়নের মধ্যে অকেজো কাঁচা রাস্তা গুলো রাবিশ,খোঁয়া,ইট,বালি,দিয়ে মানুষের চলাচলের উপযোগি করার কাজটি অব্যাহত রেখেছেন বলেও জানা যায়।
তিনি ইউনিয়ন বাসির নিকট একজন ভালো প্রতিনিধি হয়ে থাকতে চান যেন সকলে তার জন্য দোয়া করেন সারা জিবন যেন সকলের খেদমত করিতে পারেন এই তার প্রার্থনা।
ছোট বড় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল!
কমেডিয়ান থেকে এবার নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন চিকন আলী…
নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন চিকন আলী। কিন্তু বনে যান কমেডিয়ান। ৩০০-এর বেশি চলচ্চিত্রে কাজের পর অবশেষে চিকন আলীর স্বপ্নপূরণ হচ্ছে, এবার তিনি নায়ক হচ্ছেন।
চ্যানেল আই অনলাইনকে চিকন আলী তার স্বপ্নপূরণের কথা জানিয়ে বলেন, ৩০০ চলচ্চিত্রে অভিনয়ের পর এই প্রথমবার নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছি। চলচ্চিত্রের নাম ‘ক্রেজি লাভার’। প্রযোজনা করছেন প্রযোজক পরিবেশক সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোর্শেদ খান হিমেল।
বর্তমানে এ চলচ্চিত্রের গান কাজের ও গল্পের লাইনআপ করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই বগুড়ার মহাস্থানগড়, পাহাড়পুর, দিনাজপুরের স্বপ্নপুরীসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুটিং হবে বলে জানান চিকন আলী।
তিনি বলেন, আমাদের দেশের অনেক নায়ক নাচ, ফাইটিং, অভিনয়ে খুব দুর্বল। কিন্তু আমি অনেক বছর ধরে থিয়েটারে কাজ করেছি, নাটকে কাজ করে ৩০০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে উপযুক্ত করেছি। নায়ক হতে গেলে চেহারার চেয়ে অভিনয়, নাচ, ফাইটিং জানা লাগে। আমি সব বিষয়ে পারদর্শী। একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। অবশেষে পেলাম।
নায়ক রুবেল ভাইয়ের কাছ থেকে ফাইটিং শিখেছি। আমি অনেক ভালো নাচ করতে পারি। কিন্তু যেসব চলচ্চিত্রে কাজ করেছি সেখানে নিজের এসব গুণ তুলে ধরতে পারিনি। সবসময়ই নায়কদের প্রাধান্য দেয়া হতো। এবার আমি নায়ক হয়ে নিজেকে প্রমাণ করবো। প্রযোজক আমাকে নিয়ে যে ঝুঁকি নিচ্ছেন, তাই পারিশ্রমিকের চেয়ে যাতে তার লোকসান না হয় সেটা খেয়াল রাখবো।
১৮ বছর আগে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন চিকন আলী। এরপর সুলতান, ধাওয়া পাল্টা ধাওয়াসহ দুই শতাধিক চলচ্চিত্রের ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আলোচনা আসেন ‘মনে প্রাণে আছো তুমি’ চলচ্চিত্র দিয়ে। এরপর থেকে নতুন চলচ্চিত্র মানেই ছিলেন চিকন আলীর কমেডি! তার ভাষায়, শাকিব ভাইয়ের সাথেই ৭০টি চলচ্চিত্রে অভিনয় করেছি।
উদাহরণ টেনে চিকন আলী বলেন, ইন্ডিয়ার জনি লিভার, যশপাল যাদব, সুনিলসহ তামিল-তেলেগুর অনেকে কমেডিয়ান থেকে নায়ক হয়ে সফল হয়েছেন। আমাদের দেশে টেলি সামাদ (দিলদার আলী), দিলদার সাহেব (আবদুল্লাহ) নায়ক হয়ে সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আমিও পারবো।
চিকন আলীকে নিয়ে এ চলচ্চিত্রের প্রযোজক মোর্শেদ খান হিমেল চ্যানেল আই অনলাইনকে বলেন, চিকন আলী এর আগে আমার প্রোডাকশনে অনেক চলচ্চিত্রে কমেডিয়ান হিসেবে কাজ করেছে। এবার তাকেই নায়ক বানিয়ে ‘ক্রেজি লাভার’ বানাতে যাচ্ছি। তার বিপরীতে পরিচিত কোনো নায়িকা না পেলে নতুন কাউকে সুযোগ দেব। তবে চিকন আলীকে নিয়ে চলচ্চিত্র করবো এটা কনফার্ম।
তিনি বলেন, কয়েকজনের সাথে আলাপ করলেও পরিচালক এখনও চূড়ান্ত করিনি। তবে ভালো পরিচালকই নেব। এটা হবে মারদাঙ্গা ও কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি সংলাপ করা হবে কলকাতা থেকে। আমার ঘাসফুল প্রোডাকশন থেকেই চলচ্চিত্রটি নির্মিত হবে।
নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন চিকন আলী। কিন্তু বনে যান কমেডিয়ান। ৩০০-এর বেশি চলচ্চিত্রে কাজের পর অবশেষে চিকন আলীর স্বপ্নপূরণ হচ্ছে, এবার তিনি নায়ক হচ্ছেন।
শিক্ষা সময় Chanel Eyamin Tv শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিকে এগোচ্ছে মন্ত্রণালয়। ওয়েব ডেস্ক স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যাপারে শিক্ষা মন্ত্রণা...